আস্সালামু আলাইকুম, ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ মেহেরবানীতে আশা করি সকলে ভালোই আছেন। বর্তমান স্মার্ট যুগে এসে সকলের হাতে স্মার্টফোন থাকবে না এটা ভাবাই যায় না। তারপরও কিছু এমন আছে যারা এখনো স্মার্টফোনের সাক্ষাৎ পায়নি। আবার কিছু এমন আছে যারা স্মার্টফোন চালাতে পারে না। আবার কিছু সংখ্যক লোক এমনও আছে যারা স্মার্টফোন কিছু কিছু চালাতে পারেন। আর কিছু বিষয় লোকদের থেকে জেনে নেন। এই লোকগুলো স্মার্টফোন চালাতে চায় কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে তাদের ইচ্ছে গুলো কোনদিনই পূরণ হয় না। তাই সেসমস্ত লোকজনের বিষয়টি মাথায় রেখে আমরা মোবাইল টিপস নামে কিছু গুরুত্বপূর্ণ টিপস তাদের জন্য তৈরী করেছি।
১১। ফোন মেমোরি ফুল হওয়া সমস্যার সমাধানঃ
আপনার ফোন মেমোরি মাঝে মাঝে ফুল হয়ে যাচ্ছে। তাহলে জেনে রাখুন আজকের টিপসটি আপনার জন্য। প্রথমে ফোনের সেটিংস অপশনে যান তারপর সেখান থেকে এ্যাপস অপশনে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার ফোনে যতগুলো এ্যাপস আছে সবগুলো দেখাবে। সেখান থেকে একটি এ্যাপস ওপেন করুন তারপর নিচের দিকে যান। Storage লেখাটির উপর ক্লিক করুন। তারপর নিচের থেকে Clear Data, Clear Cach করুন।
১২। ভালো নেটওয়ার্ক না পেলে করণীয়ঃ
আপনার স্মার্ট ফোনে ভালো নেটওয়ার্ক নাই তাই নেট ব্রাউজিং করতে অনেক সমস্যা হচ্ছে। তাহলে আপনার করণীয় হচ্ছে, ফোনের সেটিংস অপশনে যান তারপর প্রথমে থাকা Connection অপশনে যান। তারপর সেখানে ক্লিক করুন। তারপর একটু নিচে যান Mobile Network এ ক্লিক করুন। তারপর নিচে আপনার সিম কার্ডের অপশন দেখাবে। যেমন, সিম ১, সিম ২ এবার যেই সিমে আপনার নেট কানেকশন দেয়া আছে সেটিতে ক্লিক করুন। তারপর সেখান থেকে LTE Only করে দিয়ে বের হয়ে আসুন। এবার দেখুন আপনার ফোনে নেটের গতি অনেক বৃদ্ধি হয়ে গেছে। এটির নাম হচ্ছে Only 4g এই সিস্টেম করে লাখলে আপনার ফোনে কল আসবেও না যাবেও না। তাই, নেট ব্রাউজিং শেষে সেখান থেকে LTE/3g/2g (Auto Connect) অপশনে ক্লিক করে বের হয়ে আসুন।
১৩। কোন মাসে কি পরিমাণ নেট চালিয়েছেন জেনে রাখুনঃ
এন্ড্রয়েড মোবাইলে আমরা কম বেশী সবাই নেট ব্রাউজিং করে থাকি। নেটব্রাউজ করতে আমরা অনেক MB প্যাকেজ কিনে থাকি। সেই হিসেবে আমাদের প্রতি মানে অনেক MB খরচ হয়। এখন আপনি যদি জানতে চান যে, গত মাসে আপনি কি পরিমাণ নেট ব্রাউজিং করেছেন? তাহলে প্রথমে সেটিংস অপশনে যান তারপর Data Usage এর উপর ক্লিক করুন। তারপর সেখান থেকে আপনার প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিন।
১৪। আপনার ফোনে আসা যন্ত্রণাকর নোটিফিকেশন বন্ধ করুনঃ
আপনার ফোনের সেটিংস অপশনে যান তারপর সেখান থেকে Notification অপশনে ক্লিক করুন। তারপর সেখান থেকে যে সমস্ত এ্যাপসের নোটিফিকেশন আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে তা একে একে বন্ধ করুন।
১৫। দুই সিমের মধ্যে একটি সিম সিলেক্ট করা থাকলে করণীয়ঃ
মোবাইলে দুই সিমকার্ড চালু করার সুবিধা আছে এখন সকল ফোনে। অনেক সময় দেখা যায় কল দিতে চাচ্ছেন সিম১ দিয়ে কিন্তু কল চলে গেল সিম২ দিয়ে। এটির কারণ কি? দুই সিমের অপশন আসে না কেন? এটি ঠিক করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান তারপর সেখান থেকে Sim card manager এ যান। তারপর Preferred sim card এ যান এবার দেখুন নিচে কিছু অপশন আছে Call, Message, Mobile Data সেখান থেকে Call অপশনে যান তারপর দেখুন ৩টি অপশন আছে Sim1, Sim2, Ask always সেখান থেকে Ask always করে দিন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এর পর থেকে দুই সিমের অপশন দেখাবে।
১৬। মোবাইল হটসপটঃ
মোবাইলের এমবি দিয়ে ল্যাপটপ বা অন্য মোবাইলে নেট চালানোর সুবিধা দিয়ে থাকে এটি। এই সুবিধাটি চালু করার জন্য আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর Connections অপশনে যান তারপর ক্লিক করুন। তারপর নিচের দিকে Mobile Hotspot and Tethering অপশনে ক্লিক করুন। তারপর Mobile Hotspot এ যান। তারপর সেখান থেকে একটি পাসওয়ার্ড সেট করুন এবং অন করে দিয়ে বের হয়ে আসুন। এবার যে ডিভাইসে নেট কানেক্ট করতে চাচ্ছেন তাতে ওয়াইফাই চালু করুন। তারপর দেখতে পারবেন যে সেই সেটের নামটি শো করছে। তারপর সেটিতে ক্লিক করুন এবং পাসওয়ার্ড সেট করুন। তারপর Auto Reconnect করে দিয়ে বের হয়ে আসুন। এবার আরামচে নেট চালান।
১৭। ভাইব্রেশন সেট করুনঃ
আপনার ফোনে কল আসলে যেন ভাইব্রেশন হয় অর্থাৎ ফোনটি কেঁপে কেঁপে উঠবে। এটির সুবিধা হচ্ছে, আমরা মোবাইল পকেটে রেখে বিভিন্ন কাজ কর্ম করি তখন কেউ কল দিলে আমরা অনেক সময় বুঝতে পারি না, সেজন্য ভাইব্রেশন করে রাখলে ফোনটির রিং বেজে উঠলে সাথে সাথে ফোনটি কেঁপে উঠবে বার বার এবং গোঁ গোঁ করে শব্দ হবে তখন বুঝতে পারবেন যে, কেউ একজন আপনাকে কল দিয়েছেন। এটি করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান তারপর Sounds and Vibration এ যান। তারপর সেখানে গিয়ে ৩টি অপশন দেখা যাবে, # Sound # Vibrate # Mute এখান থেকে Vibrat এ ক্লিক দিয়ে বের হয়ে আসুন।
১৮। রিংটোন পরিবর্তন করুনঃ
রিংটোন পরিবর্তন করার জন্য প্রথমে সেটিংস এ যান তারপর সেখান থেকে Sounds and Vibration এ যান। তারপর Ringtone এ যান। তারপর সেখানে Sim1, Sim2 থেকে যেটির রিংটোন পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করুন। তারপর অনেকগুলো রিংটোন পাবেন, যেটি আপনার পছন্দ হয় সেটিতে টিক দিয়ে বের হয়ে আসুন।
১৯। নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করুনঃ
আপনার ফোনে যখন কোন ম্যাসেজ আসে তখন একটি সাউন্ড হয়। অথবা কোন এ্যাপস থেকে যখন কোন নোটিফিকেশন আসে তখন একটি সাউন্ড হয়। এই সাউন্ডটি আপনি চাইলে পরিবর্তন করে আপনার ইচ্ছে মতো যে কোন সাউন্ড দিয়ে রাখতে পারেন। সেজন্য প্রথমে আপনাকে যেতে হবে সেটিংস অপশনে। তারপর সেখান থেকে Sounds and Vibration এ যান। তারপর Notification Sound এ যান। তারপর সেখানে Sim1, Sim2 থেকে যেটির সাউন্ড পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করুন। তারপর অনেকগুলো সাউন্ড পাবেন, যেটি আপনার পছন্দ হয় সেটিতে টিক দিয়ে বের হয়ে আসুন।
২০। সিস্টেম সাউন্ড পরিবর্তন করুনঃ
সিস্টেম সাউন্ড হচ্ছে, আপনি যখন মোবাইলের কিবোর্ড দিয়ে কিছু লিখেন তখন এক প্রকার সাউন্ড হয়। যখন ব্যাটারি লো হয়ে যায় তখন একটি সাউন্ড হয়। এটি পরিবর্তন করে আপনার পছন্দ মতো রাখতে প্রথমে আপনাকে যেতে হবে সেটিংস অপশনে। Sounds and Vibration এ যান। তারপর সেখান থেকে System Sound এ যান। তারপর সেখানে যে সাউন্ডটি পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করুন। তারপর অনেকগুলো সাউন্ড পাবেন, যেটি আপনার পছন্দ হয় সেটিতে টিক দিয়ে বের হয়ে আসুন।
২১। রিংটোন সাউন্ড বাড়ানো কমানোঃ
রিংটোন, নোটিফিকেশন এবং সিস্টেম সাউন্ড বাড়ানোর জন্য প্রথমে সেটিংস অপশনে যান। তারপর সেখান থেকে Sounds and Vibration এ যান। তারপর একটু নিচে গিয়ে Volume এ ক্লিক করুন। এবার আপনার ইচ্ছে মতো সাউন্ড বাড়িয়ে কমিয়ে ফিরে আসুন।
আরো পড়ুন-
মোবাইল টিপস নতুনদের জন্য ২০২৫ পর্বঃ ০১এন্ড্রয়েড মোবাইল টিপস এ টু জেট ২০২৫মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখুন ২০২৫
২২। ইজি মুডঃ
আপনি যদি এন্ড্রয়েড ফোন চালোনায় নতুন হয়ে থাকেন তাহলে এই ইজি মুডটি আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। ইজি মুড চালু করলে ফোনের সকল এ্যাপসগুলো বড় বড় করে শো করবে। তখন আপনার জন্য সেগুলো চালানো অনেক সহজ হবে। ইজি মুডটি চালু করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর Display অপশনে ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে Easy Mode অপশনে ক্লিক করুন। তারপর Easy Mode এ ক্লিক করে অন করে দিন। কাজ শেষ, এবার বের হয়ে আসুন।
২৩। নেভিগেশন বার পরিবর্তন করুনঃ
আপনার ফোনের ডিসপ্লেতে নিচের দিকে তিনটি বাটন থাকে। যেমন, ব্যাক বাটন, হোম বাটন এবং মিনি মাইজ বাটন। এখন আপনি যদি না চান যে, বাটনগুলো শো হোক তাহলে সোয়াইপ মুডটি অন করে উপর নিচে, ডানে বামে আঙুল দিয়ে টার্চ করে সোয়াইপ করলে কাজ করতে পারবেন আরামচে তখন আর বাটনের প্রয়োজন হবে না। মুডটি অন করতে প্রথমে সেটিংস অপশনে যান। তারপর Display অপশনে ক্লিক করুন। তারপর Navigation Bar এ ক্লিক করুন। তারপর Swipe Gestures টিক দিয়ে বের হয়ে আসুন।
২৪। স্ক্রীন সাভারঃ
স্ক্রীন সাভার হচ্ছে, মোবাইলের ডিসপ্লেতে বিভিন্ন কালারের অথবা বিভিন্ন ফটোর অটোমেটিক স্লো-মোশনে চলা। এটি চালু করতে প্রথমে সেটিংস অপশনে যান। তারপর Display অপশনে যান। তারপর একেবারে নিচের দিকে গেলে Screen Saver পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সেটি চালু করে দিন।
২৫। ওয়াল পেপারঃ
ওয়াল পেপার হচ্ছে, আপনার ফোনের ডিসপ্লেতে যে ফটোটি শো করে সেটি। আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতো যে কোন ওয়াল পেপার সেট করে রাখতে পারেন। এতে আপনার ফোনের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এটি করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর নিচের দিকে গেলে দেখতে পাবেনWallpaper লেখা আছে। সেখানে একটা ক্লিক করুন। তারপর আপনার সামনে My Wallpaper লেখাটি শো করবে সেখানে একটি ক্লিক দেন। তারপর আপনার ফোনে থাকা সবগুলো ওয়ালপেপার দেখাবে। এবার আপনার পছন্দ মতো যে কোন একটি ওয়ালপেপার সেট করে দিয়ে বেরিয়ে পড়ুন।
ট্যাগ
ভালো মোবাইল চেনার উপায়, মোবাইলের প্রয়োজনীয় টিপস, নতুন ফোন চেনার উপায়, ভালো এন্ড্রয়েড মোবাইল চেনার উপায়, ভালো ক্যামেরা ফোন চেনার উপায়