আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! ওয়েব ডিজাইন সার্ভিস পেতে যোগাযোগ করুন। ধন্যবাদ


মোবাইল টিপস নতুনদের জন্য ২০২৫ পর্বঃ ০১

আস্সালামু আলাইকুম, ওয়া রহমাতুল্লাহ।

Sakoler IT- সকলের আইটি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম! এন্ড্রয়েড মোবাইল ফোনের ইউজার দিনে দিনে বেড়েই চলেছে। এখন প্রায় সকলের হাতে রয়েছে এই এন্ড্রয়েড ফোন। কিছু ইউজার একেবারেই নতুন তারা এই ফোনের অনেক কিছুই বুঝেন না। যার কারণে এই ফোন চালিয়ে তারা ফোনের স্বাদ উপভোগ করতে পারে না। যারা একেবারেই নতুন, এই ফোনের কিছুই বুঝেন না বা হালকা কিছু বুঝেন তাদের জন্য আজকে আমাদের আয়োজন মোবাইল টিপস বা এন্ড্রয়েড ফোনের কিছু অতি সাধারণ টিপস এন্ড ট্রিকস নিয়ে। আশা করি নির্দিষ্ট কিছু ইউজার এই পোস্টের দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। 

মোবাইল টিপস নতুনদের জন্য ২০২৫ পর্বঃ ০১

১। সকল পত্রিকার হেডলাইন পড়ুন

প্রতিদিন পত্র পত্রিকা পড়া একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অনেকের। সেজন্য কোন কাজ থাক আর না থাক পত্রিকা পড়ার জন্য হলেও বাজারে যেতেই হবে।

কিন্তু বর্তমানে এ্যান্ড্রয়েড মোবাইল ফোন আবিস্কার হওয়ার সুবাদে সেই সখের পত্রিকা এখন ঘরে বসেই পড়া যায় আরামসে।

যতগুলো পত্রিকা আছে সবগুলো এখন একটার পর একটা পড়া যায় অনলাইনে। তারপরেও কিছু আরামপ্রিয় লোক আছে আমার মত যারা চিন্তা করে একটার পর একটা পত্রিকা পড়তে গেলেতো অনেক সময় লাগে। তার চেয়ে যদি এমন কোন সিস্টেম থাকতো একটিমাত্র পত্রিকার ভিতর সবগুলো পত্রিকার আকর্ষনীয় খবরগুলো প্রতিদিন প্রকাশিত হতো তাহলে কতই না ভালো হতো!

এই চিন্তা মাথায় নিয়ে অনলাইনে খুঁজতে থাকি যে, সত্যিই এরকম কোন ব্যবস্হা আছে কিনা। অবশেষে পেয়ে গেলাম সমাধান। আমাদের বাংলাদেশেই এরকম একটা এ্যান্ড্রয়েড এ্যাপস তৈরী হয়েছে। অনেক আগেই।

এ্যাপসটির নাম আমাদের জাতীয় ফুলের নামের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে "শাপলা" এমন সুন্দর একটি দেশী এ্যাপস পেয়ে আমি অনেক আনন্দিত। তাইতো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে দেরী করিনি।

এ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন 

২।  মেবাইলের ফন্ট সাইজ বড় ছোট করা

প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই চাই আমাদের মেবাইলের ফন্ট সাইজ বড় করতে। ছোট ফন্ট অনেকের পছন্দ হয় না। কিন্তু কিভাবে ফন্ট সাইজ বড় করতে হয় তা অনেকের জানা থাকে না। আজকে আমরা এই বিষয়টি শিখবো চলুন দেখি কিভাবে মোবাইলের ফন্ট সাইজ ইচ্ছেমত বড় করা যায়। 

প্রথমে মোবাইলের Setting এ যেতে হবে। তারপর Display লেখার উপর ক্লিক করুন তারপর নিচে দেখুন Font style লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার একটা স্লাইডার আসবে সেটি নড়াচড়া করে ইচ্ছমত ফন্ট সাইজ ছোট বড় করে নিতে পারবেন। 

কিছু মোবাইলে হয়তো এই option গুলো মিলবেনা সেই ক্ষেত্রে খুঁজে বের করতে হবে। মোবাইলের ডিসপ্লেতে দেখুন একটি সার্চ অপশন আছে সেখানে font লিখেও খুব সহজে font style খুঁজে বের করতে পারবেন।

৩। মোবাইলের সিমকার্ড সম্পর্কে বিস্তারিত

মোবাইল হচ্ছে বর্তমানের সেরা প্রযুক্তি। যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারি। নিমেষেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কাংখিত লোকজনের সাথে কথা বলতে পারি।

সেই মোবাইলের ভিতরে থাকে ছোট একটি সিমকার্ড। সেই কার্ডে ১১ ডিজিটের একটি নাম্বার থাকে। আমরা অনেকেই আছি এই নাম্বারগুলো মুখস্থ রাখতে পারি না। আবার কিছু লোক আছে যারা নাম্বার মুখস্থ রাখতে পারে ঠিকই কিন্তু মাঝে মধ্যে ভুলে যায়।

কিন্তু তখন কি হবে যখন নিজের মোবাইল নাম্বারটাই ভুলে যাবেন!

হ্যাঁ, এর সমাধানও সিম কোম্পানীগুলো বের করে রেখেছেন। চলুন আমরা দেখে নেই, নিজের নাম্বার ভুলে গেলে কিভাবে বের করতে পারি।

সকল সিমকার্ডের নাম্বার বের করার কোডঃ

  • জিপি নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
  • *2#
  • বাংলালিংক নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
  • *511#
  • রবি নাম্বার চেক করার জন্য  এই দুটি কোড ডায়াল করুনঃ
  • *2#
  • *1402*4#
  • টেলিটক নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
  • *551#
  • এয়ারটেল নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
  • *2#

৪। মোবাইলের ডিসপ্লের আলো কম বেশী করা

মোবাইলের ডিসপ্লের আলো কম বেশী করার জন্য ডিসপ্লের উপর থেকে আলতো করে টান দিন। তারপর উপরের দিকে দেখুন একটি রেখা আছে এবং তার মাথার দিকে একটি সূর্যের ছবি আছে। সেটি ধরে এদিক সেদিক একটু টানাটানি করলে দেখবেন যে, আলো কমবেশি হচ্ছে। 

৫। পাওয়ার বাটনের কিছু কাজ

পাওয়ার বাটনটি কিছুক্ষণ চেপে ধরলে দেখবেন তিনটি অপশন এসেছে। এখন মাঝখানের অপশনটি দেখুন তাতে লেখা আছে Restart. এটির কাজ হলো, মোবাইলে যদি হ্যংক করে বা কোন কিছু পরিবর্তন দেখেন তাহলে উক্ত বাটনটি দুইবার ক্লিক করে দিন। তাহলে আপনার ফোনটি রিস্টার্ট হবে। তারপর কিছুক্ষণের মধ্যেই ফোনটি নিজে নিজেই অন হবে তখন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। 

৬। মোবাইলের পাওয়ার বাটনের আরো কিছু কাজ

পাওয়ার বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখলে দেখবেন যে, সেখানে ৩টি অপশন আছে। শেষের অপশনটির নাম ইমারজেন্সি মুড। এটির কাজ হচ্ছে, আমরা যতগুলো মোবাইলে এপস ইনস্টল করি সেগুলো ব্রাকগ্রাউন্ডে আমাদের ফোনের ব্যাটারির চার্জ খেয়ে ফেলে। এখন আপনি এমন এক স্থানে আছেন তখন দেখলেন যে, আপনার ফোনের চার্জ কম, কিন্তু চার্জ ধরে রাখা অনেক প্রয়োজন। তাহলে আপনি ইমারজেন্সি মুড অন করে দিন। তারপর দেখবেন আপনার ফোনের সব সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে। এখন আপনার মোবাইলের চার্জ দীর্ঘক্ষণ ধরে থাকবে।

আরো পড়ুন- 

মোবাইল টিপস নতুনদের জন্য ২০২৫ পর্বঃ ০২

এন্ড্রয়েড মোবাইল টিপস এ টু জেট ২০২৫

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখুন ২০২৫

৭। স্ক্রিনশট নেয়ার নিয়ম

 স্ক্রিনশট নেয়ার নিয়ম হচ্ছে, পাওয়ার বাটনের সাথে সাউন্ড কম করার বাটন সহ একই সঙ্গে চাপ দিলে একটি স্ক্রিনশট হবে।

৮। স্ক্রিনশট নেয়ার অন্য নিয়ম

স্ক্রিনশট নেয়ার আরো একটি পদ্ধতি হচ্ছে  আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর নিচের দিকে দেখুন মানুষের আইকন ওয়ালা একটি অপশন পাবেন যার নাম Accessibility সেটি চাপ দিন। তারপর হাতের আইকন ওয়ালা Interaction and dexterity লেখার উপর চাপ দিন। তারপর Assistant Menu লেখার উপর চাপ দিন। তাহলে দেখবেন একটি মেনু বার অপশন চালু হয়ে গেছে। সেখান থেকে ক্লিক করলে দেখবেন Screenshot লেখা আছে সেখানে চাপ দিন। তাহলে একটি স্ক্রিনশট উঠবে। এখানে আরো অনেক অপশন আছে সেগুলো ট্রাই করে দেখতে পারেন।

৯। মোবাইলের ডার্ক মুড অন 

আমরা সকলে লাইট মুড অন থাকা অবস্থায় ফোন চালাই। এই মুডটি ডিফল্ট ভাবে সবগুলো ফোনে দেয়া থাকে। অনেকের পছন্দ হচ্ছে ডার্ক মুডে ফোন চালানো। তাহলে এটি কিভাবে করবেন। এটি করার জন্য আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর Display লেখাটির উপর ক্লিক করুন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। প্রথমেই দেখবেন Light এবং Dark লেখা আছে। এবার আপনি ডার্ক লেখাটির উপর একটি ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার ফোনটি Dark mood এ চলে গেছে। 

১০। ফোনের ডিসপ্লের আলোর সময় বাড়ান

আপনার ফোনের ডিসপ্লের আলো যদি কম থাকে তাহলে সেটি আপনার ইচ্ছে মত বাড়িয়ে নিতে পারবেন। সেজন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর ডিসপ্লে লেখাতে ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে যান। তারপর Screen Timeout লেখাটির উপর ক্লিক করুন। এবার এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনার ফোনের ডিসপ্লের সময় বাড়াতে চান সেটি সিলেক্ট করুন।

শেষ কথাঃ উল্লেখিত পোস্টটি মোবাইল টিপস পড়ে নতুনদের অনেক কাজে লাগবে আশা করছি। যেভাবে দেখানো হয়েছে সেভাবে বেশী করে চর্চা করুন। এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 

ট্যাগ

ভালো মোবাইল চেনার উপায়, মোবাইলের প্রয়োজনীয় টিপস, নতুন ফোন চেনার উপায়, ভালো এন্ড্রয়েড মোবাইল চেনার উপায়, ভালো ক্যামেরা ফোন চেনার উপায়

FAQ

প্রশ্নঃ নতুন ফোন চেনার উপায় কি?

উত্তরঃ নতুন ফোন কেনার সময় দেখতে হবে তাতে কাভার আছে কি-না। নতুন ফোন মোড়কের ভিতর থাকবে এবং সেটির মুখে স্টিকার লাগানো থাকবে। স্টিকার খোলা থাকলে নিবেন না। সেটির মধ্যে ওয়ারেন্টি কার্ড থাকবে। এছাড়াও মোবাইলের সেটিংস অপশনে গিয়ে About Phone থেকে ফোনটির বাজারে লনস করার তারিখ দেখেও বুঝতে পারবেন ফোনটির বয়স কত।

প্রশ্নঃ ভালো এন্ড্রয়েড মোবাইল চেনার উপায় কি?

উত্তরঃ ভালো এন্ড্রয়েড মোবাইল চিনতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন, রেম দেখে কেনা। যদি রেম বেশী হয় তাহলে ফোনের স্পিড ভালো পাওয়া যাবে। স্টোরেজ বেশী দেখে কিনতে হবে, তাহলে আলাদাভাবে মেমোরি কিনতে হবে না। ক্যামেরার রেজুলেশন ভালো দেখে কিনতে হবে। লেটেস্ট আপডেট প্রসেসর দেখে কিনতে হবে। এবং ভালো কোম্পানীর মোবাইল দেখে কিনতে হবে। 

প্রশ্নঃ ভালো ক্যামেরা ফোন চেনার উপায় কি?

উত্তরঃ ভালো ক্যামেরা ফোন চেনার উপায় হচ্ছে, ক্যামেরার রেজুলেশন হাই দেখে কিনতে হবে। ক্যামেরার রেজুলেশন যত ভালো হবে ছবি ততটাই সুন্দর হবে।

Sakoler IT

আমি মোঃ আজিজুল হাকিম। আমি একজন ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি, প্রায় ৭ বছর যাবৎ উক্ত কাজে নিয়োজিত আছি।

Post a Comment (0)
Previous Post Next Post