ব্লগার ওয়েবসাইট কি?
ব্লগার ওয়েবসাইট হচ্ছে, ব্লগার ডট কম কোম্পানীর ওয়েবসাইট তৈরীর একটি প্লাটফর্ম। এখান থেকে হাজার হাজার ওয়েবসাইট তৈরী করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি গুগলের প্রডাক্ট। গুগলের প্রডাক্ট মানেই বেস্ট। ব্লগার ডট কম থেকে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরী করা যায়। যেমন, পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ট্রাভিলিং ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট সহ আরো শত শত ওয়েবসাইট তৈরী করা যায়।
ব্লগার ওয়েবসাইট তৈরী করতে কি কি লাগে?
যিনি ওয়েবসাইটের থিম সহ পুরো ওয়েবসাইট তৈরী করেন তাকে ওয়েব ডেভেলপার বলে। আর যিনি ওয়েবসাইটের থিমকে বিভিন্নভাবে ডিজাইন করে ক্লাইন্টের চাহিদা মোতাবেক এবং ওয়েবসাইট তৈরী করে দেন তাকে ওয়েব ডিজাইনার বলে। ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হতে গেলে তাকে অবশ্যই কোডিং জানতে হবে বা ওয়েবসাইট তৈরীর কিছু ভাষা জানতে হবে। যেমন-
HTML
CSS
JAVA SCRIPT
JQUERY
PHP
PYTHON
BOOTSTRAP (etc)
উক্ত ভাষাগুলো দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন করা হয়। তাই ইচ্ছে করলেই যে কেউ ওয়েবসাইট ডিজাইন করতে পারবে না বা ওয়েব ডিজাইনার হতে পারবে না। ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে উক্ত ভাষাগুলো খুব ভালোভাবে শিখতে হবে এবং নিয়মিত প্রাক্টিস করতে হবে।
ওয়েবসাইট ডিজাইন
এতক্ষণ যদি আপনি পোস্টটি শুরু থেকে পড়ে আসেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ওয়েবসাইট ডিজাইন কাকে বলে। আপনি আমি প্রতিদিন যে ফেসবুক ব্যবহার করে থাকি এটিও একটি ওয়েবসাইট এবং এটিকেও ডিজাইন করা হয়েছে। ইউটিউবের কথাই ধরেন সেটিও একটি ওয়েবসাইট এবং তা ডিজাইনার দিয়ে ডিজাইন করে নেয়া হয়েছে। গুগলের কথাই ধরেন যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে জানার জন্য সার্চ করে থাকি যেমন আপনিও কিন্তু এই গুগলে সার্চ করেই আমার ওয়েবসাইটে প্রবেশ করেছেন এবং এই পোস্টটি পড়ছেন। তাহলে গুগল ও একটি ওয়েবসাইট এবং ওয়েব ডিজাইনার দিয়ে এটিকে ডিজাইন করা হয়েছে। এভাবেই আপনি আমি অনলাইন জগতে যা কিছুই করি না কেন? প্রত্যেকটি এক একটি ওয়েবসাইট এবং এগুলোকে ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন করার নিয়ম
ওয়েবসাইট ডিজাইন করার জন্য দুইটি প্লাটফর্ম খুবই জনপ্রিয়। একটি হচ্ছে, ব্লগার ডট কম আর একটি হচ্ছে, ওয়ার্ডপ্রেস ডট কম বা (ও আর জি)। আমি ধরে নিচ্ছি, আপনি একজন ওয়েব ডিজাইনার। প্রথমে আপনাকে একটি নিশ ঠিক করে নিতে হবে যে, আপনি কোন বিষয়ে ওয়েবসাইট তৈরী করতে চাচ্ছেন বা এই ওয়েবসাইট তৈরী করার উদ্দেশ্য কি?
নিশ ঠিক হয়ে গেলে এবার আপনাকে সেই বিষয়টিকে মাথায় রেখে ডিজাইন করতে হবে।নিশ ঠিক করার পর সেই রিলেটেড একটি ডোমেইন কিনতে হবে। যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে আপনাকে ডোমেইন, হোস্টিং এবং একটি প্রমিয়াম থিম কিনতে হবে। তারপর কিছু প্রিমিয়াম প্লাগিন কিনতে হবে। আর যদি আপনি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে শুধু একটি ডোমেইন আর একটি প্রিমিয়াম থিম কিনতে হবে।
ডোমেইন কি?
ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। অর্থাৎ আপনি কি নামে ওয়েবসাইট তৈরী করতে চাচ্ছেন সেটিকে বলা হচ্ছে ডোমেইন। যেমন, সকলের আইটি ডট কম, টেক ইসলামিক ডট কম, নয়া দিগন্ত ডট কম, আল কাউসার ডট কম, আহলে হক মিডিয়া সার্ভিস ডট কম ইত্যাদি।
হোস্টিং কি?
আপনার ওয়েবসাইটে যতগুলো ফাইল আপলোড করবেন বা ইমেজ আপলোড করবেন সেগুলো রাখার জন্য একটি স্টোরেজ লাগবে আর সেই স্টোরেজটাকেই বলা হচ্ছে হোস্টিং হোস্টিং পাওয়ার যার যত ভাল তার ওয়েবসাইট ততই দ্রুত সময়ের মধ্যে লোড নিবে। অর্থাৎ তার ওয়েবসাইটের স্পিড অনেক ভালো থাকবে।
কি ধরনের ওয়েবসাইটের জন্য হোস্টিং প্রয়োজন?
আপনি যদি আপনার ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে চান তাহলে আপনাকে ডোমেইন, হোস্টিং দুটোই লাগবে। আর যদি ব্লগার দিয়ে তৈরী করতে চান তাহলে ডোমেইন, হোস্টিং কিছুই লাগবে না। তবে হ্যাঁ, আপনি যদি চান আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স চালু করে টাকা আয় করতে তাহলে শুধু একটি ডোমেইন আর একটি প্রিমিয়াম থিম লাগবে কোন হোস্টিং লাগবে না। কারণ, ব্লগার হচ্ছে গুগলের প্রোডাক্ট। আর গুগল তার ইউজারদেরকে একটু বেশীই দিয়ে থাকেন। সেই কারণে গুগল তার ইউজাদের জন্য হোস্টিং ফ্রি করে দিয়েছেন।
আপনার জন্য আরো পোস্ট ---
ব্লগিং করে কত টাকা ইনকাম হয় ২০২৫
সম্পূর্ণ নতুনদের জন্য ব্লগিং টিপস ২০২৫
ওয়েবসাইট কত প্রকার?
বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানো হয়। তাই নির্দিষ্ট করে বলা মুশকিল যে, ওয়েবসাইট কত প্রকারের হয়ে থাকে। এ বিষয়ে আপনাদেরকে ধারণা দেয়ার জন্য কয়েক প্রকারের ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করছি।
★ বিজনেস ওয়েবসাইট।
★ এডুকেশন ওয়েবসাইট।
★ কন্সট্রাকশন ওয়েবসাইট।
★ বিভিন্ন কোর্সের উপর ওয়েবসাইট। যেমন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং এবং প্রাইভেট পড়ানো সহ আরো অনেক প্রকারের ওয়েবসাইট তৈরী করা হয়।
★ প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, যেমন, শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইট, স্কুল কলেজের ওয়েবসাইট, বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। ইত্যাদি
★ আইনি সেবা মূলক ওয়েবসাইট।
★ পোর্টফোলিও ওয়েবসাইট।
★ পার্সোনাল ওয়েবসাইট।
★ নিউজ ওয়েবসাইট।
এরকম শত শত প্রকারের ওয়েবসাইট আছে। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন।
ওয়েবসাইট কেন তৈরী করবো?
এবার একটা কোটি টাকার প্রশ্ন হচ্ছে, সবকিছুই বুঝলাম, কিন্তু ওয়েবসাইট তৈরী করবো কেন? বিভিন্ন কারণে ওয়েবসাইট তৈরী করা হয়। যেমন কারো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি সেই ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য ওয়েবসাইট তৈরী করতে পারেন। অথবা ব্যবসাটিকে অনলাইন ব্যবসায় রুপান্তর করার জন্য ও ওয়েবসাইট তৈরী করে থাকেন। যেমন একটি ই-কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে আপনার পণ্য বিক্রি করতে পারবেন। তাহলে আপনার সেল কিন্তু ডাবল হয়ে গেল শুধু একটি ওয়েবসাইট থাকার কারণে।
এবার আসুন, আপনি একজন শিক্ষক। আপনার একটি ওয়েবসাইট থাকলে আপনি অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোন স্হানের ছাত্র ছাত্রীদেরকে প্রাইভেট পড়িয়ে আপনার ইনকাম কিন্তু বহু গুণে বাড়িয়ে নিতে পারবেন।
আপনি একজন ডিজাইনার, ডিজাইনের উপরে একটি ওয়েবসাইট বানিয়ে লোকজনকে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন শিখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন।
আপনি একজন ডিজিটাল মার্কেটিং এ পারদর্শী তাহলে, আপনার একটি ওয়েবসাইট বানিয়ে আপনি বিভিন্ন কোম্পানির এফিলিয়েট মার্কেটিং করেও লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন।
আপনি একজন ট্রাভেলার, তাহলে আপনি একটি ট্রাভেলিং ওয়েবসাইট বানিয়ে কন্টেন্ট লিখেও গুগোল দ্বারা মনিটাইজেশন করে এডসেন্স এপ্রুভাল নিয়েও আয় করতে পারেন।
মোট কথা হচ্ছে, আপনি যে বিষয়ের উপর পারদর্শী সেই বিষয়ে একটি ওয়েবসাইট তৈরী করে সেখানে কন্টেন্ট রাইটিং করেও গুগল এডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
ওয়েবসাইট কোথা থেকে তৈরী করে নিবেন?
ওয়েবসাইট তৈরী করে নেয়ার জন্য অনেক কোম্পানী আছে। তাদের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পছন্দনীয় একটি ওয়েবসাইট তৈরী করে নিতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে খরচটা অনেক বেশী হবে। তাই আপনাদের কথা মাথায় রেখে সকলের আইটি ওয়েবসাইটটির জন্ম হয়েছে। আমরাই আপনাকে দিচ্ছি স্বল্পমূল্যে যে কোন ওয়েবসাইট ডিজাইনের শতভাগ গ্যারান্টি। আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরী করে নিলে আপনি পাবেন লাইফটাইম সাপোর্ট।
আমাদের অফার
## একটি নতুন জিমেইল একাউন্ট তৈরী করা।
## ব্লগার ওয়েবসাইটে একাউন্ট তৈরী করা।
## ওয়েবসাইট ক্রিয়েট করা।
## একটি প্রিমিয়াম থিম ইন্স্টল করা।
## ওয়েবসাইট কাস্টমাইজ করা।
## আপনার পছন্দের রং দিয়ে কালার করা
## ওয়েবসাইটের এসইও রিলেটেড নাম নির্বাচন করতে সাহায্য করা।
## ওয়েবসাইট ডিজাইন করা।
## ওয়েবসাইটের লোগো, ব্যানার আমরাই তৈরী করে দিবো।
## বিভিন্ন পেইজ তৈরী করা।
## চারটি অর্গানিক পোস্ট পাবলিশ করে দিবো।
## পোস্টের থামনেইল তৈরী করা।
## অন পেইজ এসইও করা।
## অফ পেইজ এসইও করা।
## গুগল কনসুল সেটাপ করা।
## সাইটম্যাপ তৈরী করা।
## গুগোলে পোস্ট ইনডেক্স করা।
## ওয়েবসাইটে আপনার সোশ্যাল প্লাটফর্ম যুক্ত করা।
## ওয়েবসাইট কে গুগল এডসেন্স এর উপযোগী করে তৈরী করা।
## ওয়েবসাইটকে ক্লাউড ফ্লায়ারে যুক্ত করা।
## ওয়েবসাইটকে গুগোল ডিসকভারে যুক্ত করা।
## অন্যান্য আরো কিছু খুঁটিনাটি কাজ করা।
## সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইফটাইম সাপোর্ট দেয়া।
এখন আমাদের নিকট থেকে যদি কেউ প্যাকেজটি কিনতে চান তাহলে এতোগুলো পরিশ্রমের মূল্য কত হওয়া উচিত বলে আপনারা মনে করেন?
সবচেয়ে কম মূল্যে আমাদের এই সার্ভিসটি আপনাকে দিবো ইনশাআল্লাহ। প্যাকেজটির মূল্য, ২৫০০ পঁচিশ শত টাকা মাত্র।
সময় ১৫ দিন। এর আগে ও হতে পারে। ধন্যবাদ
FAQ
প্রশ্নঃ ব্লগার কি কাজ করে?
উত্তরঃ প্রথমেই জানতে হবে ব্লগার কাকে বলে? যিনি ব্লগ সাইটে বিভিন্ন বিষয়ের উপরে কন্টেন্ট পোস্ট করেন তাকেই ব্লগার বলে। ব্লগার তার ওয়েবসাইট কে পরিচালনা করেন এবং কন্টেন্ট রাইটিং করেন। কন্টেন্ট গুলো নিয়মিত ওয়েবসাইটে পাবলিশ করেন এবং আপডেট করেন।
প্রশ্নঃ একজন ব্লগার কিভাবে কাজ করে?
উত্তরঃ একজন ব্লগার প্রথমে নিশ সিলেক্ট করেন যে তিনি কোন বিষয়ের উপর ব্লগ রাইটিং করবেন। তারপর একটি ওয়েবসাইট তৈরী করেন এবং সেটিকে আকর্ষনীয় করে ডিজাইন করেন যেন ভিজিটর সেই সাইটটি ভিজিট করে শান্তি লাভ করেন। এরপর প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেটের কাজ করেন। এসইও করেন। অন পেইজ এসইও এবং অফ পেইজ এসইও সবই করেন। যাতে করে তার ওয়েবসাইটের রেংক বেড়ে যায় এবং সেটি গুগলের প্রথম পেইজে চলে আসে। এছাড়াও আরো অনেক কাজ করতে হয় একজন ব্লগারকে।
প্রশ্নঃ কিভাবে ব্লগার একাউন্ট তৈরি করব?
প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন https://blogger.com লিখে। তারপর সাইন ইন করবেন আপনার জিমেইল একাউন্ট দিয়ে। তারপর নির্দশনা অনুযায়ী ধাপে ধাপে কাজ করে যাবেন। সবগুলো ধাপ শেষ হলে দেখবেন আপনার ব্লগার একাউন্ট তৈরী হয়ে গেছে এবং একটি ওয়েবসাইট তৈরী হয়ে গেছে।
প্রশ্নঃ ব্লগার লেবেল কি?
উত্তরঃ ব্লগার লেবেল হচ্ছে, ব্লগ পোস্টের শ্রেণী বিন্যাস। আপনি যে বিষয়ের উপর পোস্টটি লিখেছেন সেই বিষয়টি গ্যাটাগরি বা লেবেল আকারে প্রকাশ করা। তাহলে ইউজারেরা খুব সহজেই বুঝতে পারবে কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট আছে। লেবেল হচ্ছে যেমন, টেকনোলজি, ব্লগিং, টিপস ইত্যাদি।
ট্যাগ
ব্লগার প্রোফাইল তৈরী
ব্লগার একাউন্ট কিভাবে খুলবো
ব্লগ তৈরির নিয়ম
ব্লগারদের লেখা