আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! ওয়েব ডিজাইন সার্ভিস পেতে যোগাযোগ করুন। ধন্যবাদ


ব্লগিং করে কত টাকা আয় করা যায় এ টু জেট ২০২৫

ব্লগিং কি? 

ব্লগিং হচ্ছে আপনার জানা শুনার ভিতর যা এমন কিছু আছে তা যদি আপনি কোথাও লিখে রাখেন তার দ্বারা মানুষ উপকৃত হবে। সেটি যে কোন বিষয়ে হতে পারে। যেমন, শিক্ষা, স্বাস্থ, টেকনোলজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, কবিতা, সাহিত্য, মোবাইলের টিপস, কম্পিউটার বা ল্যাপটপের খুঁটিনাটি বিষয় যা একজন সাধারণ ইউজারেরর অনেক উপকারে আসে। ইত্যাদি বিষয়ে যদি আপনার সঠিক ধারণা থেকে থাকে তাহলে তা মানুষকে জানিয়ে দেয়া। আর এটাই হচ্ছে ব্লগিং বা ব্লগ রাইটিং। 


ব্লগিং কিভাবে শিখব

ব্লগিং শেখার জন্য আপনাকে প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় বের করতে হবে। আপনার যে বিষয়ে সবচেয়ে ভালো জানা আছে আপনি তাই দিয়ে শুরু করুন। বেশী বেশী লিখতে থাকুন। আপনার যদি পিসি থাকে তাহলে সেখানে মাইক্রোসফট ওয়ার্ড এ লিখুন আর যদি পিসি না থাকে তাহলে এন্ড্রয়েড ফোনের নোটপ্যাডে লিখে রাখুন। ব্লগ লেখার অনেক কায়দা কানুন আছে। সেগুলো ফলো করে লিখুন। ব্লগিং শেখার জন্য সেরা মাধ্যম হচ্ছে, গুগল ও ইউটিউব। সেখান থেকে ফ্রিতেই সবকিছু শিখতে পারবেন। ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ব্লগ রাইটিং লিখে তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সামে এই ব্যাপারে অনেকগুলো ভিডিও চলে এসেছে। সেগুলো এক এক করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর প্রাক্টিস করতে থাকুন। ইনশাআল্লাহ সফল হবেন।

কিভাবে ব্লগিং শুরু করবো? 

প্রথমে একটি নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করে নিন। তারপর তার উপর আর্টিকেল লিখতে থাকুন। যেমন, হেলথ, এডুকেশন, বিজ্ঞান ও প্রযুক্তি, টেকনোলোজি, মোবাইল টিপস, কম্পিউটার বা ল্যাপটপ টিপস ইত্যাদি। নিশ সিলেক্ট হয়ে গেলে তারপর লিখতে শুরু করুন আপনার নোটপ্যাডে। ব্লগিং শুরু করার জন্য আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই। আপনার লেখা আর্টিকেল গুলো সেখানে নিয়মিত পাবলিক করবেন। ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে একটি ব্লগার ওয়েবসাইট আর একটি ওয়র্ডপ্রেস ওয়েবসাইট। ব্লগার ওয়েবসাইটে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্লগিং করতে পারবেন। শুধু একটি ডোমেইন আর একটি প্রিমিয়াম থিম কিনতে কিছু টাকা খরচ করতে হবে। আপনি যদি নিজেই তৈরী করতে পারেন তবে তো ভালো কথা। তা না হলে ওয়েব ডিজাইনার কে দিয়ে ডিজাইন করে নিতে হবে সেখানে কিছু টাকা খরচ হবে। আর ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে চাইলে সেখানে আপনার মোটামুটি একটা ভালো বাজেট থাকতে হবে। ওয়ার্ডপ্রেসে যা যা লাগবে,

★ একটি ডোমেইন 

★ একটি হোস্টিং 

★ একটি প্রিমিয়াম থিম 

★ ডিজাইনের মূল্য 

আমার মতে প্রথমে নতুন অবস্থায় ব্লগার ওয়েবসাইট দিয়ে ফ্রিতেই শুরু করা ভালো। পরে যখন দেখবেন ভালো পরিমাণ ভিজিটর আসছে আপনার সাইটে তখন আপনি তা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন এতে কোন সমস্যা হবে না।

ডোমেইন, হোস্টিং কি এব্যাপারে অন্য কোন আর্টিকেলে সবিস্তারে লেখা হবে ইনশাআল্লাহ। জানার জন্য আমাদের সাথেই থাকবেন।

ব্লগিং করে টাকা আয়

আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনার লাভ কি তাই তো! তাহলে শুনুন আপনি যদি মানসম্মত আর্টিকেল লিখতে পারেন তা বাংলা হোক অথবা ইংলিশে হোক আর তা পড়ার জন্য যদি নিয়মিত ভিজিটর নিয়ে আসতে পারেন তাহলে তা থেকে হিউজ পরিমাণ টাকা আয় করা সম্ভব। অনেকেই ব্লগিং করে লাখ লাখ টাকা আয় করছে আমার দেখায়। আপনিও মাসে ১০০০০ টাকা থেকে শুরু করে ১,০০০০০ এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ইনশাআল্লাহ। 

ব্লগিং ওয়েবসাইট

পূর্বেই বলেছি ব্লগিং করতে গেলে আপনার একটি ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনার আর্টিকেলগুলো কোথায় পোস্ট করবেন! আপনি যদি নিজেই পারেন তাহলে ব্লগার দিয়ে সুন্দর ডিজাইনের একটি ওয়েবসাইট তৈরী করে কাজ শুরু করে দিন। আর যদি না পারেন তাহলে কোন ডিজাইনার কে দিয়ে ডিজাইন করে নিন। যদি আমার কাছ থেকে ডিজাইন করে নেন তাহলে খুব সামান্য টাকা বিনিময়ে আপনাকে একটি সুন্দর ব্লগ ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবো। এমনভাবে ডিজাইন করে দিবো যাতে প্রথম দিন থেকেই আপনার আর্নিং শুরু হয়ে যায়। 

কি কি কাজ করে দিবো? 

## একটি নতুন জিমেইল একাউন্ট তৈরী করা।

## ব্লগার ওয়েবসাইটে একাউন্ট তৈরী করা। 

## ওয়েবসাইট ক্রিয়েট করা।

## একটি প্রিমিয়াম থিম ইন্স্টল করা।

## ওয়েবসাইট কাস্টমাইজ করা।

## আপনার পছন্দের রং দিয়ে কালার করা

## ওয়েবসাইটের এসইও রিলেটেড নাম নির্বাচন করতে সাহায্য করা। 

## ওয়েবসাইট ডিজাইন করা।

## ওয়েবসাইটের লোগো, ব্যানার আমরাই তৈরী করে দিবো।

## বিভিন্ন পেইজ তৈরী করা।

## চারটি অর্গানিক পোস্ট পাবলিশ করে দিবো। 

## পোস্টের থামনেইল তৈরী করা।

## অন পেইজ এসইও করা।

## অফ পেইজ এসইও করা।

## গুগল কনসুল সেটাপ করা। 

## সাইটম্যাপ তৈরী করা।

## গুগোলে পোস্ট ইনডেক্স করা।

## ওয়েবসাইটে আপনার সোশ্যাল প্লাটফর্ম যুক্ত করা।

## ওয়েবসাইট কে গুগল এডসেন্স এর উপযোগী করে তৈরী করা।

## ওয়েবসাইটকে ক্লাউড ফ্লায়ারে যুক্ত করা। 

## ওয়েবসাইটকে গুগোল ডিসকভারে যুক্ত করা।

## অন্যান্য আরো কিছু খুঁটিনাটি কাজ করা।

## সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইফটাইম সাপোর্ট দেয়া। 

এখন আমাদের নিকট থেকে যদি কেউ প্যাকেজটি কিনতে চান তাহলে এতোগুলো পরিশ্রমের মূল্য কত হওয়া উচিত বলে আপনারা মনে করেন?

সবচেয়ে কম মূল্যে আমাদের এই সার্ভিসটি আপনাকে দিবো ইনশাআল্লাহ। প্যাকেজটির মূল্য, ২০০০ দুই হাজার টাকা মাত্র। 

সময় ১৫ দিন। এর আগে ও হতে পারে। 

ধন্যবাদ 

মাইক্রোব্লগিং কি? 

মাইক্রো ব্লগিং হচ্ছে, ছোট ছোট কাজ করে টাকা আয় করা। যেমন, ভিডিও দেখা, এড ক্লিক করা, ওয়েবসাইট ভিজিট করা, সার্ভে করা, ক্যাপচা পূরণ করা, সফটওয়্যার ডাউনলোড করা ইত্যাদি। এই কাজগুলো সঠিকভাবে করতে পারলে এখান থেকেও টাকা আয় করা সম্ভব। এই বিষয়ে অনেক ওয়েবসাইট আছে। কিছু কিছু ওয়েবসাইট আছে যা ট্রাস্টেট। কাজ করলে তারা পে করে। আর কিছু কিছু এমন ওয়েবসাইট আছে যা ফ্রট কাজ করবেন কিন্তু টাকা তুলতে পারবেন না।

মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি? 

কিছু ট্রাস্টেট মাইক্রো ওয়েবসাইটের লিস্ট আমার একটি ওয়েবসাইটে দিয়ে রেখেছি সেখানে দেখানো নিয়ম অনুযায়ী কাজ করলে তারা পেমেন্ট করে দিবে।

ওয়েবসাইট লিংক

বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি

বাংলাদেশে সেই রকম ট্রাস্টেট সাইট অনেক আছে তার মধ্য থেকে এখানে কিছু উল্লেখ করা হলো-

★ অর্ডিনারি আইটি

★ সবার আইটি বাড়ী 

★ আল কাউসার

★ আহলে হক মিডিয়া সার্ভিস

★ টেক ইসলামিক 

★ ইসলামিক সাইট ১০

★ ইসলাম হাউজ

★ সকলের আইটি 

শেষ কথাঃ আমরা যদি ব্লগিং করে টাকা ইনকাম করতে চাই তাহলে ভালোভাবে ব্লগিং সম্পর্কে ধারণা থাকতে হবে। উপরোক্ত আর্টিকেলটি পড়লে আপনারা ভালো কিছু ধারণা পাবেন আশা করি।

এটিও পড়ে দেখতে পারেনঃ

এন্ড্রয়েড মোবাইল টিপস এ টু জেড

FAQ

প্রশ্নঃ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট কোনটি?

>> ওয়ার্কআপ প্লেস ডট কম।

প্রশ্নঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায়? 

>> অনলাইন থেকে টাকা আয় করা এতোটা

পক১ সোজা না, যেমন কিছু লোকেরা বলে থাকে শুধু একটি মোবাইল বা ল্যাপটপ আর একটি ওয়াইফাই লাইন কানেক্টেড বা নেট এমবি থাকলেই হাজার হাজার টাকা আয় করুন। এরকম চাটুকারি কথায় কান দিবেন না।নইণে দারুণ ভাবে মর্মাহত হবেন। তাহলে কি টাকা আয় করা যাবে না! হ্যা অবশ্যই যাবে। সেজন্য ব্লগিং সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, ধর্য্য ধারন করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। তাহলে মাসে মোটামুটি ভাবে ৭০/৮০ হাজান টাকা আয় করা যাবে।

প্রশ্নঃ মাইক্রোব্লগিং কি?

>> মাইক্রো ব্লগিং হচ্ছে, ছোট ছোট কাজের ব্লগ ওয়েবসাইট। এগুলোর মাধ্যমে ছোট ছোট ভিডিও দেখে, এড ক্লিক করে, ওয়েবসাইট ভিজিট করে, ক্যাপসা পূরণ করে আয় করাকে মাইক্রো ব্লগিং বলা হয়। 

প্রশ্নঃ ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?

>> ব্লগ থেকে আয় করার জন্য গুগল এডসেন্স এর এপ্রুভাল প্রয়োজন হয়।

প্রশ্নঃ কোন প্লাটফর্ম থেকে ব্লক তৈরি করা হয়? 

>> ব্লগার ডট কম থেকে এবং ওয়ার্ডপ্রেস ডট কম থেকে। এদুটো খুবই জনপ্রিয় ওয়েবসাইট তৈরীর জন্য। 

ট্যাগ

টাকা ইনকাম করা, কিভাবে ব্লগিং শুরু করবো, ব্লগ হলো এক ধরণের-, ঘরে বসে অর্থ উপার্জন করা যায় ব্যাখ্যা কর, ভিডিও ব্লগ তৈরির নিয়ম, ফ্রি ব্লগ থেকে আয়

Sakoler IT

আমি মোঃ আজিজুল হাকিম। আমি একজন ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি, প্রায় ৭ বছর যাবৎ উক্ত কাজে নিয়োজিত আছি।

Post a Comment (0)
Previous Post Next Post