এন্ড্রয়েড মোবাইল টিপসঃ
এন্ড্রয়েড মোবাইল টিপস- জানতে যদি আপনি পোস্টটি ওপেন করে থাকেন তবে আপনি ঠিক কাজটিই করেছেন। আমরা এই পোস্টের মাধ্যমে জানতে পারবো এন্ড্রয়েড মোবাইল কি? বাটন মোবাইলের সাথে এর পার্থক্য কি? এন্ড্রয়েড মোবাইল কেন কিনবেন? এন্ড্রয়েড মোবাইল কোন কোম্পানীর কিনবেন? এন্ড্রয়েড মোবাইল কোথা থেকে কিনবেন? এন্ড্রয়েড মোবাইলের দাম কত? এন্ড্রয়েড মোবাইল আপনার জন্য কোনটা পারফেক্ট?
এন্ড্রয়েড মোবাইল কি?
স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য ব্যবহৃত একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম। এন্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে আলাদা আলাদা সফটওয়্যার যা ব্যবহার করে একজন ইউজার অনেক কাজ করে ফেলতে পারে নিমেষেই। যেমন, এমপি ফোর ভিডিও চালু করার জন্য রয়েছে এমপি ফোর ভিডিও প্লেয়ার, এইডি ভিডিও চালু করার জন্য রয়েছে এইচডি ভিডিও প্লেয়ার যা একজন ইউজারকে ভিডিওর আসল মজা দেয়। এর রয়েছে হাই পিকজেলের ক্যামেরা যা তাকে ছবি তুলতে তার আনন্দো আরো বাড়িয়ে দেয়। এতে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা যা তার ইউজারকে বিশ্বের জ্ঞান বিজ্ঞান অর্জন করতে সাহায্য করে। ইত্যাদি
বাটন মোবাইলের সাথে এর পার্থক্য কি?
বাটন মোবাইলের যেহতেু এন্ড্যয়েড মোবাইলের চেয়ে দামে সস্তা সেহেতু তার অনেক সিমাবদ্ধতাও রয়েছে। এ দুইয়ের মাঝে কিছু পার্থক্য তুলে ধরা হলো-
# বাটন
মোবাইলের ডিসপ্লে ছোট পক্ষান্তরে এন্ড্রয়েড
মোবাইলের ডিসপ্লে হয় অনেক বড়।
# বাটন
মোবাইলের কিপ্যাড থেকে কি চেপে
কাজ করতে হয় পক্ষান্তরে
এন্ড্রয়েড মোবাইলের টার্চপ্যাড থাকায় আরামচে কাজ করা যায়।
# বাটন
মোবাইলে কথা বলা এবং
শুনার মধ্যে রয়েছে অনেক সমস্যা সেইক্ষেত্রে
এন্ড্রয়েড মোবাইলে যেহতেু উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করা হয় সেজন্য
সেখানে এধরনের কোন সমস্যা দেখা
দেয় না।
# বাটন
মোবাইলে নেটওয়্যারকের সমস্যা হয় যাতে কথা
ক্লিয়ারভাবে শুনা যায় না
পক্ষান্তরে এন্ড্রয়েড মোবাইলে রয়েছে হাই নেটওয়্যারকিং সিস্টেম
যার দরুন লো নেটওয়্যারকেও
এর পারফরমেনস ভালো হয়।
# বাটন
মোবাইলে নামকাওয়াস্তে একটি ক্যামেরা সেট
করা থাকে আমার কাছে
মনে হয় ছোট বাচ্চার
হাতে চকলেট ধরিয়ে দেয়ার মত। এর দ্বারা
কোন কাজই হয় না
পক্ষান্তরে এন্ড্রয়েড মোবাইলে আছে ক্যামেরার দূর্দান্ত
ফিচার যা তার ইউজারকে
আনন্দো দেয়। এতে রযেছে
এক্সট্রা ক্যামেরা এপস ব্যবহারের সুবিধা
যার মাধ্যমে ছবি হয়ে উঠে
একেবারেই জীবন্ত।
# বাটন মোবাইলে নেট ব্রাউজিং করা কি যে প্যারা যা কেবল এর ইউজারগণই জানে পক্ষান্তরে এন্ড্রয়েড মোবাইলের রয়েছে হাই নেট ব্রাউজিং সুবিধা যা তার ইউজারকে জ্ঞান অর্জনে সহযোগীতা করে।
এন্ড্রয়েড মোবাইল কেন কিনবেন?
একথাই যদি বলি তাহলে এভাবে বলা যায় যে, এর রুপ এবং গুন দেখেই কিনবেন। এন্ড্রয়েড মোবাইল দিয়ে কি-না হয়। এটি একটি মিনি কম্পিউটারের সমান সক্ষমতা রাখে। এটি ইউজার ফ্রেন্ডলি। একজন ইউজারের সবটুকুন চাওয়াই পূরণ হয়েছে এতে। তাইতো প্রতি ঘরে ঘরে এর বিচরণ।
আরো পড়ুন-
মোবাইল টিপস নতুনদের জন্য ২০২৫ পর্বঃ ০১
মোবাইল টিপস নতুনদের জন্য ২০২৫ পর্বঃ ০২
মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখুন ২০২৫
এন্ড্রয়েড মোবাইল কোন কোম্পানীর কিনবেন?
এন্ড্রয়েড মোবাইল কিনার আগে কমবেশি আমরা সকলেই একটা কথা ভেবে কুলকিনারা করতে পারি না যে এটা কোন কোম্পানীর কিনবো। কারণ, অনেকগুলো কোম্পানীই এই ফোন লন্স করেছে। যেমন, স্যামসাং, শাওমি, রিয়েলমি, ভিভো, সিমফোনি, লেনোভো ইত্যাদি। যদি আপনার বাজেট ২০ হাজারের নীচে হয় তাহলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো শাওমি, রিয়েলমি, ভিভো, সিমফোনি, লেনোভো এগুলোর মধ্য থেকে নেয়ার জন্য কারণ এগুলোতে অল্পের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফিচার দেয়া আছে। আর যদি আপনার বাজেট হয় ২০ হাজারের উপরে তাহলে অবশ্যই স্যামসং নিবেন। স্যামসাং ইজ দ্যা বেস্ট!
এন্ড্রয়েড মোবাইল কোথা থেকে কিনবেন?
এখন আপনি যদি মনস্থির করে ফেলেন যে এন্ড্রয়েড মোবাইল ক্রয় করবেন। তাহলে আপনার লোকাল মার্কেটে ওই ব্রান্ডের শোরুম থেকে কিনার চেস্টা করবেন। অনলাইন থেকে না কেনায় ভালো তবে যদি রিপ্লেসম্যান্ট গ্যারান্টি দেয় তাহলে কেনা যায়।
এন্ড্রয়েড মোবাইলের দাম কত?
৫০০০ হাজার টাকা থেকে শুরু করে ৮০০০০ হাজার টাকার উপর পর্যন্ত আছে। বিভিন্ন ফিচারের জন্য এর দাম একেক রকম রাখা হয়েছে। আপনার যেটি প্রয়োজন আপনি সেটাই কিনবেন। মোবাইল কেনার পূর্বে অবশ্যই আপনি ইউটিউব এবং গুগল ঘেঁটে দেখবেন তাহলে অনেক ভালো আইডিয়া পাবেন।
এন্ড্রয়েড মোবাইল আপনার জন্য কোনটা পারফেক্ট?
প্রথমেই আগে আপনার লক্ষ এবং উদ্দেশ্য ঠিক করে নিবেন। আপনি কি কারণে একে ব্যবহার করতে চান। কারণ এন্ড্রয়েড মোবাইলের অনেক ফিচার রয়েছে। যেমন, ২জি, ৩জি, ৪জি এবং ৫জি পর্যন্ত নেটওয়্যারকিং সিস্টেম। আবার এতে রয়েছে, ২জিবি র্যাম, ৩জিবি র্যাম, ৪জিবি র্যাম, ৬জিবি র্যাম এবং বর্তমানে ৮জিবি র্যাম চলছে। আপনার চাহিদা অনুযায়ী যে কোন একটি কিনে নিবেন।
এন্ড্রয়েড মোবাইল টিপস-
- যে কোন গেমস এবং সফটওয়্যার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন।
- নেট ব্রাউজিংয়ের জন্যে যে কোন একটি ব্রাউজার ডাউনলোড করে নিবেন। ডিফল্টভাবে মোবাইলে একটি ব্রাউজার দেয়াই থাকে এটা কোন কাজের না। প্লে স্টোরে গেলে অনেকগুলো সুন্দর সুন্দর ব্রাউজার পাবেন সেখান থেকে যে কোন একটি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করবেন। যেমন- গুগল ক্রেম, ফায়ারফক্স, অপেরা মিনি, ইউছি ব্রাউজার। এগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে গুগলের প্রোডাক্ট গুগল ক্রোম।
- গুগল প্লে স্টোরে প্রবেশের জন্য অবশই আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে।
- জিমেইল একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলের ভিতরে থাকা জিমেইল এপসটি ওপেন করতে হবে। তারপর, আপনার নাম, জন্ম তারিখ, জেন্ডার, মোবইল নাম্বার দিয়ে খুলতে হবে।
- যে কোন বই পড়ার জন্য একটি বুক রিডার ডাউনলোড করতে হবে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে এডোবি একরোবাদ নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল দিয়ে নিন। তারপর গুগল থেকে যে বইটি পড়তে চান তার একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন। তারপর পিডিএফ রিডার এডোবি একরোবাদ দিয়ে বইটি ওপেন করে পড়া শুরু করে দিন।
- প্রতিদিনের কাজের নোট রাখার জন্য একটি নোটবুক ডাউনলোড করে নিন।
- এইচডি ফুল ভিডিও দেখার জন্য একটি এইচডি ভিডিও প্লেয়ার ডাউনলোড করে নিন।
- নামাজের প্রয়োজনীয় দোয়া কালাম, সূরা, কোরআন তেলাওয়াতের জন্য এবং এলাকাভিত্তিক নামাজের সময়সূচী জানার জন্য একটি এপস ডাউনলোড করে নিন। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো মুসলিম বাংলা এপসটি ডাউনলোড করার জন্য। এখানে একের ভিতরে সব পাবেন।
- লেখার জন্য একটি কিবোর্ড ডাউনলোড করে নিন। রিদমিক কিবোর্ডটি নিতে পারেন। বর্তমানে এটাই সেরা। এটি দিয়ে আপনি ইংরেজী, বাংলা, আরবীসহ যে কোন ভাষা লিখতে পারবেন।
- বিকাশে লেনদেনের জন্য বিকাশ এপসটি ডাউনলোড করে নিবেন।
- নগদে লেনদেনের জন্য নগদ এপসটি ডাউনলোড করে নিবেন।
- ডাচবাংলার জন্য ডাচ বাংলা এপসটি ডাউনলোড করে নিবেন।
- ফেসবুক চালানোর জন্য ডিফল্টভাবে যে ফেসবুক এপসটি থাকে সেটাই ভালো। শুধু আপডেট করে নিবেন।
- একটি ফেসবুক ম্যাসেন্জার এপস ডাউনলোড করে নিবেন।
- হোয়াটসএপে ম্যাসেজ আদান প্রদানের জন্য একটি হোয়াটসএপ এপস ডাউনলোড করে নিবেন।
- টেলিগ্রামে যুক্ত হতে একটি টেলিগ্রাম এপস ডাউনলোড করে নিবেন।
- এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফারের জন্য একটি শেয়ারিট নামে এপস ডাউনলোড করে নিন।
- আপনার মোবাইলের ডাটাগুলো সুরক্ষিত রাখার জন্য অনলাইন স্টোরে জমা রাখুন তাহলে আর কখনো আপনার ডাটা হারাবে না। এক্ষেত্রে গুগল ড্রাইভ এপসটি ব্যবহার করতে পারেন।
- আপনার ক্যমেরা দিয়ে ছবিগুলো নিরাপদ রাখার জন্য গুগল ফটোস এ ছবিগুলো আপলোড করে রাখুন।
- আপনি যদি জিপি বা গ্রামীণ সিমের ইউজার হয়ে থাকেন তাহলে মাই জিপি এপসটি ডাউনলোড করে নিন। এতে অনেক সুবিধা পাবেন। এখান থেকে আপনার পছন্দমত মিনিট প্যাক এবং নেট চালানোর জন্য ডাটা প্যাক সহজে কিনতে পারবেন।
- আপনি যদি প্রতিদিনের সংবাদপত্রের আপডেট পেত চান তাহলে শাপলা এপসটি ডাউনলোড করে নিন।
- ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ভিডমেট এপসটি ডাউনলোড করে নিন।
- আপনি যদি কুরআন তেলাওয়াত অর্থ ও তাফসীরসহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেশন জানতে চান তাহলে তাফহীমুল কুরআন এপসটি ডাউনলোড করে নিন।
- আপনি যদি হাদীসের কেতাবগুলো পড়তে চান তাহলে সহীহ হাদীস সমগ্র এপসটি ডাউনলোড করে নিন।
শেষ কথাঃ এন্ড্রয়েড মোবাইল কেনার জন্য যদি আপনি ,মনস্থির করেই ফেলেন তাহলে যে মডেলের ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনের মডেল নাম্বার দিয়ে নেট থেকে যাচাই করে নিবেন। ধন্যবাদ